দিনাজপুরের কাহারোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এ দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অফিসটি এখন ধংসস্তুপে পরিনত হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট এ লুটপাটের ঘটনা ঘটে। ১১ আগস্ট কাহারোল ইউএনও আমিনুর রহমান ক্রেডিট ইউনিয়ন লি. অফিস পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সারোয়ার মুর্শেদ, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তারা।
দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. অফিসের ৮টি রুমে তাণ্ডব চালায়। চেয়ার টেবিল, গ্লাস, কম্পিউটার, হার্ডডিকস, প্রিন্টার, আইপিএস, ফ্যানসহ সমস্ত দামি মালামাল ভাংচুর করে এবং নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
ক্রেডিট ইউনিয়ন লি. অফিসের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সেক্রেটারি রুস্তম আলী জানান, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টিএইচ